Science Olympiad-2020

দাওয়াহ বিভাগের ছাত্রীদের থিসিস ডিফেন্স সম্পন্ন

দাওয়াহ বিভাগের ছাত্রীদের থিসিস ডিফেন্স সম্পন্ন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স স্প্রিরিং-২০১৮ সেশনের ছাত্রীদের থিসিস ডিফেন্স সম্পন্ন হয়েছে। ৩০ জানুয়ারী ২০১৯ রোজ বুধবার বিভাগীয় চেয়ারম্যোনের অফিসে থিসিসের ডিফেন্স আয়োজন করা হয়। দাওয়াহ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে ডিফেন্স বোর্ডে এক্সটার্নাল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের CENURC এর অধ্যাপক আতাউর রহমান নাদভী।


ভাইভা বোর্ডে সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন, শরীয়াহ অনুষদের ডীন, প্রফেসর ড. শাফী উদ্দীন মাদানী, প্রফেসর ড. শাকের আলম শাওক এবং সহকারী অধ্যাপক জনাব আ.ফ.ম নূরুজ্জামান।

Recent News