News

দাওয়াহ বিভাগের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা সম্পন্ন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স প্রোগ্রামের ছাত্রদের সাথে বিভাগীয় শিক্ষকদের সাথে এক মত বিনিময় সভা আয়োজন করা হয়। গত ৪ ফেব্রুয়ারী-২০১৯ শরীয়াহ অনুষদ ভবনে উক্ত প্রোগ্রামের আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান, ড. মুহাম্মদ আমিনুল হক। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. শাকের আলম শওক এবং সহকারী অধ্যাপক জনাব মো: শাহ জালাল আল মাদানী।  সভায় ছাত্রদের শিক্ষা সফর সংক্রান্ত বিষয় বিস্তারিত আলোচনা হয়। সবাই সেন্টমার্টিন ও কক্সবাজার তিন দিনের শিক্ষা সফরের বিষয়ে একমত পোষণ করেন। এছাড়া মিডটার্ম পরীক্ষার ফলাফল ও অ্যাকাডেমিক কার্যক্রমের বিষয়েও বিশদ আলোচনা্ করা হয়। বিভাগীয় চেয়ারম্যান সকলকে লেখাপড়ায় মনোযোগী ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করার বিষয়ে জোর প্রদান করেন। 

Recent News