News

মাস্টার্স ওরিয়েন্টেশন

দাওয়াহ বিভাগের মাস্টার্স অটাম সেমিস্টার ২০১৮ এর ওরিয়েন্টেশন সম্পন্ন

দাওয়াহ বিভাগের মাস্টার্স অটাম সেমিস্টার ২০১৮ এর ওরিয়েন্টেশন সম্পন্ন



দাওয়াহ বিভাগের মাস্টার্স, অটাম সেমিস্টার-২০১৮ এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।



দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ড . Aminul Hoque এর সভাপতিত্বে আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শাফী উদ্দিন আল মাদানী, বক্তব্য রাখেন প্রফেসর ড. শাকের আলম শাওক,জনাব এ এফ এম নুরুজ্জামান। নবীন ছাত্রদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন আব্দুশ শাকুর ও আরমান। অধ্যয়নরতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাস্টার্স এর ছাত্র এ কে এম বদরুজ্জামান। শরীয়াতুল্লাহ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মাদ বেলাল ও সংগীত পরিবেশন করেন দাউদুল ইসলাম।







উল্লেখ যে প্রোগামটি আলাদাভাবে মেইল ও ফিমেইল উভয় সেকশনে অনুষ্ঠিত হয়। এবারের মাস্টার্স প্রোগ্রামে কুরআন,হাদিস ও দাওয়াহ ডিপার্টমেন্ট এর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মাস্টার্স সম্পন্ন করতে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ কে বেছে নিয়েছেন।



Recent News