News

ওয়ার্কশপ

How to write a thesis শীর্ষক ওয়ার্কশপ সম্পন্ন

দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে গত ৩০ মার্চ সম্পন্ন হলো How to write a thesis শীর্ষক ওয়ার্কশপ। মাস্টার্সের ছাত্রদের নিয়ে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপ পরিচালনা করেন দাওয়াহ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক। 

ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে কলমে থিসিস লেখার ওপর প্রাথমিক ধারনা লাভ করেন। ছাত্রদেরকে কীভাবে থিসিসের বিষয়বস্তু, ভূমিকা, ফুটনোট, রেফারেন্স ও উপসংহার লেখতে হয় তার ওপর বিভিন্ন কলা কৌশল শেখানো হয়।

Recent News