News

রাসূল (সা.) এর সম্মানে কিরাত ও নাশিদ সন্ধ্যা আয়োজন করেছে দাওয়াহ ক্লাব

রাসূল (সা.) এর সম্মানে কিরাত ও নাশিদ সন্ধ্যা আয়োজন করেছে দাওয়াহ ক্লাব

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়াহ বিভাগের দাওয়াহ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল কিরাত ও নাশিদ সন্ধ্যা। রাসূল (সা.) এর সম্মানে এই সৃজনশীল আয়োজন করা হয়েছে। ফ্রান্স কৃর্তক রাসূলের প্রতি ঘৃণা প্রকাশের প্রতিবাদে এই আয়োজন। এতে দাওয়াহ বিভাগের শিল্পীরা সুললিত কন্ঠে কুরআন ও নাতে রাসূল পরিবেশ করেন। গত ৩১ অক্টোবর রোজ শনিবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলে এই নাশিদ সন্ধ্যা। অনুষ্ঠানে দাওয়াহ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক উপস্থিত ছিলেন।

Recent News