আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশন এর আয়োজনে আগামী ০৩ নভেম্বর সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধন হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টের ১ম পর্ব, কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল ম্যাচসমূহ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
এই ব্যাপক আয়োজনে আপনার আন্তরিক পরামর্শ, আপনার ডিভিশনের সার্বিক সহযোগিতা, স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য ।